• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৭৫

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ জুলাই: শুক্রবারও সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। বেড়ে চলেছে মৃত্যু মিছিল। আন্দোলনের চতুর্থ দিন শুক্রবার আরও ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭৫ জন। শুক্রবার রাতে একাধিক বৈদ্যুতিন মাধ্যমের সর্বশেষ খবর অনুযায়ী এটাই জানা গিয়েছে। বৃহস্পতিবার সর্বাত্মক বনধ বা শাটডাউনে দেশজুড়ে মৃত্যু হয়েছিল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ জুলাই: শুক্রবারও সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ। বেড়ে চলেছে মৃত্যু মিছিল। আন্দোলনের চতুর্থ দিন শুক্রবার আরও ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে এই নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭৫ জন। শুক্রবার রাতে একাধিক বৈদ্যুতিন মাধ্যমের সর্বশেষ খবর অনুযায়ী এটাই জানা গিয়েছে। বৃহস্পতিবার সর্বাত্মক বনধ বা শাটডাউনে দেশজুড়ে মৃত্যু হয়েছিল মোট ২৭ জনের। যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছিল রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়।

এছাড়া চট্টগ্রাম, নরসিংদী, মাদারীপুর, সিলেট, রংপুর ও ঢাকার সাভারে আরও ৮ জন নিহত হন। এর আগে মঙ্গলবারের আন্দোলনে মৃত্যু হয় ৬ জনের। ফলে আন্দোলনের প্রথম তিনদিনে মোট মৃতের সংখ্যা ছিল ৩৩ জন। শুক্রবার জুম্মাবারেও আন্দোলন অব্যাহত রেখেছে সংরক্ষণ বিরোধীরা। সরকার শুক্রবার থেকে সভা-সমিতির ওপর নিষেধাজ্ঞা জারি করলেও বিক্ষোভকারীদের আন্দোলনে রাশ টানা সম্ভব হয়নি।