মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর পরিপ্রেক্ষিতে ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই আবহে দেশবাসীর উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে ভারতের তরফে। খুব প্রয়োজন ছাড়া ইরানে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় দূতাবাস। পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার কোথাও বলা হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই ভারতীয়দের সতর্ক করেছে ভারতের বিদেশমন্ত্রক। তেলআভিভের ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতীয়দের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ইরানের তেহেরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ইজরায়েলে ভারতীয় দূতাবাসের তরফে সেই দেশে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কোনও সমস্যা হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ইজরায়েলে ভারতীয় দূতাবাসের ওই নির্দেশিকায় জরুরি পরিস্থিতিতে যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে ও একটি ইমেল আইডিও দেওয়া হয়েছে। নম্বরগুলি হল, ৯৭২৫৪৭৫২০৭১১ এবং ৯৭২৫৪৩২৭৮৩৯২। ইমেল আইডি – consi.telaviv@mea.gov.in
মঙ্গলবার রাত থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়ায়। ইজরায়েলকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের দাবি, প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইজরায়েলকে লক্ষ্য করে। এই পরিস্থিতিতে ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রেখেছে ভারতীয় দূতাবাস। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইজ়রায়েলি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।