মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এর পরিপ্রেক্ষিতে ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল বিদেশমন্ত্রক। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই আবহে দেশবাসীর উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে ভারতের তরফে। খুব প্রয়োজন ছাড়া ইরানে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় দূতাবাস। পাশাপাশি ইরানে বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার কোথাও বলা হয়েছে।