সোমবার সকালে সব জল্পনার অবসান হল। রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়ে দিল, ‘বন্ধু’র কাছে আশ্রয় পেয়েছেন আসাদ। দীর্ঘদিনের ‘বন্ধু’কে সাহায্য করতে দ্বিধা করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মানবিক কারণে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সপরিবারে মস্কোয় পৌঁছেও গিয়েছেন আসাদ।