• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

পাকিস্তানে হেলিকপ্টার ভেঙে মৃত্যু পাঁচ সেনার

পাকিস্তানে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল পাইলট সহ পাঁচ সেনাকর্মীর। এই দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তরপ্রান্তে অবস্থিত গিলগিট বলুচিস্তান প্রদেশের মিনিমার্গে।

প্রতিকি ছবি (Photo: iStock)

পাকিস্তানে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল পাইলট সহ পাঁচ সেনাকর্মীর। এই দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তরপ্রান্তে অবস্থিত গিলগিট বলুচিস্তান প্রদেশের মিনিমার্গ এলাকাতে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গিলগিট-বালুচিস্তান প্রদেশের ভাদু এলাকার একটি সেনা হাসপাতাল থেকে আবদুল কাদির নামে এক সৈনিকের মৃতদেহ হেলিকপ্টারে করে নিয়ে আসা হচ্ছিল।

হঠাৎই হেলিকপ্টারে যান্ত্রিক গােলযোগ দেখা দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এরফলে পাইলট সহ পাঁচ সেনাকর্মীর মৃত্যু হয়েছে। দেহগুলি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

পাকিস্তানের সেনাবাহিনীর তরফে বিবৃতি প্রকাশ করে উল্লেখ করা হয়েছে, শনিবার গভীর রাতে একজন সৈনিকের মৃতদেহ নিয়ে আসার সময় গিলগিট-বালুচিস্তান প্রদেশের মিনিমাৰ্গ এলাকাতে ভেঙে পড়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। এই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে, পাকিস্তান সেনার পাইলট মেজর এম হুসেন , ও সহকারী পাইলট মেজর আওয়াজ হোসেনের।

এছাড়া মারা গিয়েছেন নায়েক ইঙিমাম আলম, মহমদ ফারুখ সহ তিনজন সেনাকর্মী। প্রাথমিক ভাবে হেলিকপ্টারটি যান্ত্রিক গোলযােগের কারণেই ভেঙে পড়েছে বলে মনে করা হলেও অন্যান্য বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।