• facebook
  • twitter
Thursday, 2 January, 2025

নিষিদ্ধ না হলে ভোটে লড়তে পারে হাসিনার দল

ক্ষমতার পালাবদলের পর হাসিনার দলকে নিষিদ্ধ করার দাবি উঠলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি।

শেখ হাসিনা। ফাইল চিত্র

বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনও সমস্যা নেই, যদি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা আদালত নিষিদ্ধ ঘোষণা না করে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন।

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি। সেই নিয়েই সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেখানেই তাঁকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা পুরোপুরি রাজনৈতিক বিষয়। শোনা যাচ্ছে আওয়ামী লীগ যাতে নির্বাচনে লড়তে না পারে, তার জন্য কেউ কেউ মামলা করেছেন আদালতে। আদালত যে রায় দেবে তার ওপর ভিত্তি করেই ব্যবস্থা নেওয়া হবে। আর সেটা যদি না হয়, তাহলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার’।

ক্ষমতার পালাবদলের পর হাসিনার দলকে নিষিদ্ধ করার দাবি উঠলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেনি। বরং সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুুনাল আইন সংশোধনের খসড়া প্রস্তাব থেকে রাজনৈতিক দলের বিরুদ্ধে পদক্ষেপ সংক্রান্ত বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
এরপর পাঁচের পৃষ্ঠায়