• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

নেপাল সরকারও নিচ্ছে ভারতের কোভিশিল্ড

ভারতের ভ্যাকসিনের তাদের বেশি ভরসা রয়েছে বলে আগেই জানিয়েছিল নেপাল সরকার। টিকা কেনার ব্যাপারে দু'দেশের মধ্যে আলােচনাও চলছিল।

প্রতীকী ছবি (File Photo: iStock)

ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ডের টিকা তথা কোভিশিল্ড ভ্যাকসিনের অনুমােদন দিয়েছে নেপালের কে পি ওলি সরকার। সূত্রের খবর, জরুরি ভিত্তিতে টিকাকরণের কাজ শুরু করার জন্য কোভিশিল্ড টিকা চেয়ে পাঠিয়েছে নেপাল।

ভারতের ভ্যাকসিনের তাদের বেশি ভরসা রয়েছে বলে আগেই জানিয়েছিল নেপাল সরকার। টিকা কেনার ব্যাপারে দু’দেশের মধ্যে আলােচনাও চলছিল। এরপরই নেপাল সরকারের এই অনুমােদন। ভারতে শনিবার থেকে টিকাকরণ শুরু হচ্ছে। প্রথমে সেরাম ইনস্টিটিউশনের কোভিশিন্ড টিকা ও ভারত বায়ােটেকের কোভ্যাক্সিন টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের।

Advertisement

সেরামের তরফ থেকে জানা গিয়েছে, কোভিশিল্ড টিকার মােট ১০০ কোটি তৈরি হবে। যার মধ্যে প্রথম ৫ কোটি ভােজ ভারতের জন্যই বরাদ্দ থাকবে। মার্চ-এপ্রিলের পর থেকে টিকা রফতানির কাজ শুরু হবে। তবে নেপাল যদি জরুরি ভিত্তিতে টিকাকরণের কাজ শুরু করতে চায়, সেক্ষেত্রে আলােচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

Advertisement