লন্ডন, ৫ জুলাই – ব্রিটেনে প্রায় দেড় দশক পর ক্ষমতা হারাল কনজারভেটিভ পার্টি ৷ কনজ়ারভেটিভ পার্টি -কে হারিয়ে নিরঙ্কুশ জয়লাভ করার পর লেবার পার্টির প্রধান কিয়ের স্টারমার সে দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন। জনমত সমীক্ষা অনুযায়ী প্রায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে ক্ষমতা দখল করলেন লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার ৷ পরাজয় হল প্রধানমন্ত্রী ঋষি সুনকের কনজারভেটিভ পার্টির ৷ ক্ষমতার এই পালাবদল হল ১৪ বছর পর।
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’এ মোট আসন সংখ্যা ৬৫০ টি । সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ৩২৬ টি আসন ৷ বুথফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণ করে সোমবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টে পর্যন্ত লেবাররা জিতেছে ৪১২টি। কনজারভেটিভ পার্টি অর্থাৎ টোরিরা ১২১ এবং অন্যেরা ১১৫টিতে জিতেছে। দু’টি আসনের ফলঘোষণা এখনও বাকি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ৩২৬ আসনের গণ্ডি অনায়াসে পেরিয়ে যান স্টারমারের দল ৷ ফলে জনমত সমীক্ষা সঠিক প্রমাণিত করে ১৪ বছর পর ফের ব্রিটেনে ক্ষমতা হারল টেরিরা ৷
জনমত সমীক্ষা অনুযায়ী ভোট গণনা শুরু থেকেই এগিয়ে ছিল স্টারমারের দল ৷ যদিও গণনা শুরুর ৩ ঘণ্টা পরে প্রথম আসনে জয় পায় ঋষি সুনকের দল কনজারভেটিভ পার্টি ৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে চিত্র ৷ লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে১৮ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন কিয়ের স্টারমার ৷ জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি ৷ লেখেন, “পরিবর্তন শুরু হয়ে গিয়েছে ৷”