• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

মোদির উদ্বোধনের আগেই ইটালিতে খালিস্তানিদের হাতে ধুলিসাৎ গান্ধি

রোম, ১২ জুন– আমেরিকা, কানাডার পর এবার ইতালিতে খালিস্তানিদের তান্ডবের শিকার মহাত্মা গান্ধির মূর্তি৷  ফের বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে সরব হতে দেখা গেল খালিস্তানপন্থীদের৷ গান্ধির মূর্তি ভেঙে গুড়িয়ে দিল খালিস্তানি সমর্থকরা৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ইতালি সফরে উদ্বোধন করার কথা ছিল এই মূর্তি৷ তার আগেই তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ভারত সরকার৷ ইতালি

রোম, ১২ জুন– আমেরিকা, কানাডার পর এবার ইতালিতে খালিস্তানিদের তান্ডবের শিকার মহাত্মা গান্ধির মূর্তি৷  ফের বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে সরব হতে দেখা গেল খালিস্তানপন্থীদের৷ গান্ধির মূর্তি ভেঙে গুড়িয়ে দিল খালিস্তানি সমর্থকরা৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ইতালি সফরে উদ্বোধন করার কথা ছিল এই মূর্তি৷ তার আগেই তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷ ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ভারত সরকার৷ ইতালি সরকারের কাছে আবেদন জানানো হয়েছে যেন এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হয়৷
দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণের পরই ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইতালির ফাসানোতে আগামী ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত বিশ্বের সবচেয়ে কুলীন, মহাশক্তিধর দেশগুলির সম্মেলন জি৭ সম্মেলন হওয়ার কথা৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রীও৷ আগামী বৃহস্পতিবার ইতালির উদ্দেশে রওনা দেওয়ার আগেই সেখানে গান্ধী মূর্তি ভাঙচুরের ঘটনা আসলে ভারতের উদ্দেশে খালিস্তানি বার্তা৷ ইতিমধ্যেই সেই ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে৷ যেখানে দেখা গিয়েছে, মূর্তি ভাঙচুরের পাশাপাশি মূর্তির বেদিতে লেখা হয়েছে খালিস্তানি স্লোগান৷
স্বাভাবিকভাবেই এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে৷ বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতালির মাটিতে খালিস্তানিদের তরফে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙার খবর পেয়েছি আমরা৷ সেখানকার প্রশাসন ইতিমধ্যেই সে মূর্তি আবার ঠিক করেছে৷ তবে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক৷ আমরা ইতালি সরকারকে এই বিষয়ে কড়া পদক্ষেপের আবেদন জানিয়েছি৷ খালিস্তানি জঙ্গিরা দীর্ঘদিন ধরে চাইছে ভারতে অশান্তির পরিবেশ করতে৷

উল্লেখ্য, শুধু ইতালি নয়, এর আমেরিকা ও কানাডার একাধিক জায়গায় এই ধরনের খালিস্তানি হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে৷ এমনকী কানাডাতে দেখা গিয়েছে ভারত বিরোধী মিছিলও৷ এই ইসু্যতে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কও চরম আকার ধারন করেছিল৷ কিছুদিন আগেও দিল্লির মেট্রো স্টেশনে দেখা গিয়েছিল খালিস্তানি স্লোগান৷ এহেন পরিস্থিতির মাঝে ইতালিতে খালিস্তানিদের তরফে গান্ধী মূর্তি ভাঙা ভারতের জন্য নিশ্চিত ভাবে উদ্বেগের বিষয়৷