• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

করােনায় বিপর্যস্ত মার্কিন মুলুক, জনতাকে আশ্বস্ত করতে প্রাক্তন প্রেসিডেন্ট নিচ্ছে টিকা 

ভ্যাকসিনে জনগণের আতঙ্ক দূর করতে এবার আসরে নেমেছেন চার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ বুশ, বিল ক্লিন্টন ও বারাক ওবামা। প্রকাশ্যেই প্রতিষেধক নিতে প্রস্তুত তারা।

প্রতিকি ছবি (Photo: iStock)

আমেরিকায় ভ্যাকসিন আসার কথা জানা গেলেও আশা-আশঙ্কার দোলাচলে ভুগছেন আম-জনতা। তাঁরা মনে করছেন, ভ্যাকসিনে করােনা ঠিক হলেও, পার্শ্বপ্রতিক্রিয়ায় স্বাস্থ্যের প্রচণ্ড ক্ষতি হতে পারে। তাই জনগণের আতঙ্ক দূর করতে এবার আসরে নেমেছেন চার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার, জর্জ বুশ, বিল ক্লিন্টন ও বারাক ওবামা। প্রকাশ্যেই প্রতিষেধক নিতে প্রস্তুত তারা। এমনকী হবু প্রেসিডেন্ট বিডেনও জানিয়েছেন, পূর্বসুরিদের পথে তিনিও রয়েছেন। 

এখনও করােনা ভাইরাসের প্রতিষেধক বাজারে আসেনি। তবে তা শীঘ্রই সাধারণের হাতে চলে আসবে বলে জল্পনা। প্রাক্তন জীবিত মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবথেকে প্রবীণ ৯৬ বছরের জিমি কার্টার। পার্শ্বপ্রতিক্রিয়ায় কোনও ভয় না পেয়ে এত বয়সেও কার্টার ও তাঁর স্ত্রী প্রতিষেধক নিতে চেয়েছেন। 

প্রাক্তন চার প্রেসিডেন্টের উদ্দেশ্য একটাই। মানুষ যাতে বিনা দ্বিধায় প্রতিষেধক গ্রহণ করে করােনার সঙ্গে লড়াই সফল করতে পারেন।  উল্লেখ্য, শুধু আমেরিকায় নয়, ইউরােপের বিভিন্ন দেশেও আছড়ে পড়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ।

এদিকে, আমেরিকায় পরিস্থিতি কতটা ভয়াবহ তা স্পষ্ট করে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রকরণ কমিশনার তথা ফাইজারে বাের্ড সদস্য। স্কট গটলিয়েব জানিয়েছেন, আগামী জানুয়ারি মাসের শেষের দিকে আমেরিকায় করােনায় মৃতের সংখ্যা চার লক্ষ ছাড়িয়ে যেতে পারে।