জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত

Nara: Japan's Former Prime Minister Shinzo Abe attacked during his address in Nara, Japan. Shooting suspect former Maritime Self-Defense Force Officer was arrested from the spot, in Nara on Friday, July 08, 2022. (IANS/Video Grab)

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ নারা শহরেই বক্তৃতা রাখছিলেন এক কর্মসূচিতে। এক আততায়ী ঠিক সেই সময়ই গুলি চালান তার উপর।

ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী পদে থাকা শিনজো। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও শেষ রক্ষা হয়নি। কিছুক্ষন পরেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাতেনাতে ধরা পড়েন আততায়ী।

Seoul :Japanese Prime Minister Shinzo Abe visits the presidential office Cheong Wa Dae in Seoul to hold a summit with South Korean President Park Geun-hye, in this file photo dated Nov. 2, 2015. The former prime minister fell unconscious after being shot by an unidentified gunman while giving a stump speech on a road in the city of Nara, western Japan, on July 8, 2022, Japanese news reports said..(Yonhap/IANS)

গুলিটি লেগেছে শিনজোর বুকে, প্রকাশ্যে এসেছে সেই আততায়ীর পরিচয়। কিন্তু কি কারণে গুলি চালালো সে?সে কথা তদন্তকারীদের জানালেন আততায়ী।


সংবাদ সংস্থা সূত্রে খবর, টেটসুয়া ইয়ামাগামি নামে পশ্চিম জাপানের নারা শহরের বছর চল্লিশের ওই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছেন,নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি।

এমনকি, গুলি চালানোর পর পালানোরও চেষ্টা করেননি আততায়ী। শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সে কারণেই তাঁকে হত্যার ছক কষেছিলেন।