দিল্লি, ২০ মার্চ- বুধবার ‘বিশ্ব সুখ’ দিবস। রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে ২০১২ সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে। ‘বিশ্ব সুখ সূচক’ প্রকাশিত হয় এই দিনেই। সুখ সন্ধানের জন্য ১৫০টি দেশকে নিয়ে সমীক্ষা চালানো হয়। তাতে দেখা গেছে সুখের তালিকার উপরের দিকে থাকে ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক। সুখের তালিকার নীচের দিকে রয়েছে রোয়ান্ডা, বুরুন্ডি, তাঞ্জানিয়া সহ আফ্রিকার বেশ কিছু দেশ।
ভারতীয় উপমহাদেশে সমীক্ষায় দেখা গেছে ভারতে ‘সুখ’ নামক অনুভূতি উধাও হ্যে গেছে। এই উপমহাদেশের অন্যান্য দেশগুলি ভারতকে ছাড়িয়ে উপরে উঠে গেছে। ২০১৭ সালে সুখের তালিকায় ভারতের স্থান ছিল ১২২ নম্বরে। সেখানে ২০১৮ সালে আরো পিছনে গিয়ে জায়গা করে নিয়েছে ১৩৩ নম্বরে।
সামাজিক সহায়তা , গড় আয়ু এবং দুর্নীতির মাত্রার ওপর নির্ভর করে সুখের অবস্থান। ফিনল্যান্ডের রাষ্ট্রদূত জানান, ইউরোপের সব থেকে গরীব দেশ ছিল ফিনল্যান্ড। এখানকার মানুষ পথ চলা শুরু করেছে শুন্য থেকে। তারপর একটু একটু করে উন্নতি করেছে এই দেশের বাসিন্দারা।