ওয়াশিংটন, ৪ জানুয়ারি– তার সঙ্গে মনিকা লিউয়েনস্কির বিবাহ বহির্ভুত সম্পর্কের গল্প এখন অতীত৷ এবার আমেরিকার কুখ্যাত ‘যৌন অপরাধে’র মামলায় উঠে এল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম৷ আদালতের নথি অনুযায়ী কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের বয়ান ছিল, ক্লিনটন যৌনসঙ্গী হিসেবে কমবয়সিদের পছন্দ করতেন৷ আর জেফরির বয়ান সামনে আসতেই আমেরিকার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছডি়য়েছে৷ সব মিলিয়ে ফের নেতিবাচক খবরে আমেরিকার হ্যান্ডসাম প্রাক্তন রাষ্ট্রপতি৷
সম্প্রতি নিউইয়র্কের এক বিচারক কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সঙ্গে সম্পর্কিত মামলার এক হাজার পাতার নথি প্রকাশ শুরু করছেন৷ সেই নথি নিয়েই দান বেধেছে তুমুল বিতর্ক৷ বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্পের মতো জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বের নাম উঠে এসেছে সেখানে৷ বুধবারই প্রথম পর্বে প্রকাশিত হযেছে নথিপত্র৷ সেখানে নাম রয়েছে ২০০ জন প্রভাবশালী ব্যক্তির৷ তাঁদের মধ্যে রয়েছেন ডাকসাইটে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ধনকুবের ব্যবসায়ী৷ রয়েছে মাইকেল জ্যাকসন, প্রিন্স অ্যান্ড্রুর নামও৷