সপ্তাহ খানেক আগেই বাংলাদেশের জেলে বন্দি চিন্ময় দাসের প্রাণহানির আশঙ্কা করেছিলেন তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষ। তার কয়েকদিন পরেই চিন্ময়ের জামিনের আবেদন খারিজ করেছে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। আর এবার জেলবন্দি ইসকনের সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠল। ‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস’ নামের এক সংগঠন এই অভিযোগ করেছে।
কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই অভিযোগের বিষয়টি শুনেছেন। ‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দুস’ এর বক্তব্য, রবিবার প্রায় তিন ঘণ্টা ধরে ৭ সন্ন্যাসীকে অপেক্ষা করানো হয়েছে। অবশেষে জানিয়ে দেওয়া হয়, নিয়ম অনুযায়ী শুধুমাত্র নিজের স্ত্রী, ছেলে এবং আইনজীবীর সঙ্গেই দেখা করার অনুমতি রয়েছে চিন্ময় দাসের। ফলে ওই ৭ জন সন্ন্যাসী চিন্ময় প্রভুর সাক্ষাৎ পাবেন না। দায়িত্বপ্রাপ্ত জেলারকেই কাঠগড়ায় তোলা হয়েছে।
সংগঠনের অভিযোগ, চট্টগ্রাম কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যার ষড়যন্ত্র চলছে। পুলিশ-সপ্রশাসনের অনুমতি থাকা সত্ত্বেও চিন্ময় প্রভুকে সাধুদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না জেল সুপার! ফলে ধরে নেওয়া যায়, কারাগারে তাঁর সঙ্গে খারাপ কিছু ঘটছে।
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর একটি জনসভা হয়েছিল চট্টগ্রামে। সেই জনসভার পরই চট্টগ্রামের স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খানের অভিযোগের ভিত্তিতে ওইদিনই বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে চিন্ময়কৃষ্ণকে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয়।
২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনজীবী আলিফকে হত্যার অভিযোগ ওঠে। ১১ জনকে সরাসরি খুনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ভাঙচুর, অশান্তির মামলায় ধৃত আরও ৪০ জন।