আফগানিস্তানে ভূমিকম্প, মৃত ১০০০-র বেশি

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। বুধবার সকালে ব্যস্ত সময় আচমকাই কম্পন অনুভূত হয় আফিগানিস্তানের বিস্তীর্ণ এলাকাজুড়ে।

ভূমিকম্পের উৎসস্থল খোস্ত শহর বলে জানা গিয়েছে। হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজ চলছে।

শহরের ৪৪ কিলোমিটার জায়গা জুড়ে প্রবল কম্পন হয়। এর জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ১০০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্যে বেশিরভাগ জন‌ই পাকতিকা জেলার।


তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের প্রধান মহম্মদ নাসিম হাক্কানি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ বাড়ি। প্রায় ১৫০০ মানুষ আহত‌ও হয়েছেন। রাতারাতি মাথার ছাদ হারিয়েছেন অসংখ্যা।

কম্পনের অনুভূত হয়েছে পাকিস্তানেও। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানের লাহোর, মুলতান, কুয়েতা সহ আশপাশের জেলায়। অনেক জনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে।