ইসলামাবাদ, ১৭ জানুয়ারি– ভারত বহুবার সন্ত্রানেসর জননী হিসেবে পাকিস্তানকে শনাক্ত করেছে৷ গোটা বিশ্বের কাছে তা অজানা নয়৷ যদিও পাক সরকার তা বরাবরই অস্বীকার করে এসেছে৷ কিন্তু এবার খোদ পাকিস্তানের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিই স্বীকার করে নিলেন পাকিস্তানের মাদক আর কালাশনিকভ সংস্কৃতি শেষ করে দিচ্ছে দেশটাকে৷ প্রধান বিচারপতি কাজি ফয়েজ ইসার বিতর্কিত মন্তব্যে বেজায় অস্বস্তিতে পাক সরকার৷
লাদেন, দাউদ, হাফিজ সৈয়দের মতো জঙ্গিদের বরাবর আড়াল করে এসেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ বুধবার পাকিস্তানে নিষিদ্ধ অস্ত্রের রমরমার জেরে একটি নির্দেশিকা জারি করেছে পাক সুপ্রিম কোর্ট৷ ওই সব অস্ত্রের লাইসেন্সের বিষয়ে তথ্য চেয়ে দেশের একাধিক কর্তৃপক্ষকে নোটিস জারি করেছে আদালত৷ ইসা জানান, এমনকী তাঁকেও অস্ত্র রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷ বুধবার একটি চুরির মামলার শুনানির সময়ে একথা বলেন পাক প্রধান বিচারপতি৷ ‘চোর’ কাশিফ সমস্ত জিনিসপত্রের সঙ্গে গৃহস্থের বাডি় থেকে আগ্নেয়াস্ত্রও চুরি করেছে বলে অভিযোগ৷ দেশে কতগুলো নিষিদ্ধ অস্ত্রকে লাইসেন্স দেওয়া হয়েছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চান বিচারপতি৷ এদিন নিষিদ্ধ অস্ত্র নিয়ে নির্দেশকার অনুলিপি পাঠানো হয়েছে, অভ্যন্তরীণ সচিব এবং প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব, ইন্সপেক্টর জেনারেল, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল এবং প্রাদেশিক অ্যাডভোকেট জেনারেলদেরও৷