কুছ পরােয়া নেই মনােভাব যেন তাঁর শিরায় শিরায়। যেন কিছুই হয়নি। কোভিড সারিয়ে হােয়াইট হাউসে ফিরেই ফের স্বমূর্তিতে ডােনাল্ড ট্রাম্প । টান মেরে খুলে ফেললেন মাস্ক। বললেন, করােনা কোনও ব্যাপারই নয়, কোভিডকে ভয় পাওয়ার কোনও কারণই নেই।
ভােটের প্রচারে বার বার কোভিড প্রটোকল বারেবারেই সমালােচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মিলিটারি হাসপাতালে করােনার চিকিৎসা মাঝেই আচমকা হাসপাতাল থেকে বেরিয়ে পড়েছিলেন।
তাঁর কার্যকলাপে রীতিমতাে নাজেহাল হয়েছেন ডাক্তাররা। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন রাষ্ট্রনেতা হয়ে তিনি কীভাবে এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারেন। তাতে অবশ্য মার্কিন প্রেসিডেন্টের কিছু যায় আসেনি।
হাসপাতাল থেকে ভিডিও বার্তায় খােলাখুলি বলেছেন তিনি দিব্যি ভালাে আছেন। করােনার মুখােমুখি হয়ে বাস্তবে অনেক কিছু শিখেছেন। ঠিক যেভাবে স্কুলে বই পড়ে শিক্ষা নিতে হয়। তাই তাঁর অভিজ্ঞতা নাকি বলছে, করােনাকে ভয় পাওয়ার কোনও কারণ নেই।
চার দিন হাসপাতালে কাটানাের পরে হোয়াইট হাউসে ফিরেও সেই বেপরােয়া মেজাজ দেখা গিয়েছে ট্রাম্পের। মুখে মাস্ক নেই। করােনার ভয়ও নেই। বলেছেন, এবার পূর্ণ উদ্যমে ভােটের কাজে হাত দেবেন।
এমনিতেই করােনায় আক্রান্ত হওয়ার পরে ভােটের প্রচার মাথায় উঠেছে তাঁর। এদিকে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের থেকে অনেকটাই পিছিয়ে তিনি। করােনা নিয়ে তাঁর উদাসীনতাকে ভালাে চোখে দেখেনি মার্কিন জনতা।