ওয়াশিংটন, ১৭ মার্চ: তাঁকে ভোট না দিলে বড়সড় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে দেশ। এমনই আতঙ্ক ধরানোর চেষ্টা করলেন আমেরিকাবাসীকে। গতকাল, নির্বাচনী প্রচারে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। তিনি হারলে দেশের কী কী ক্ষতি হতে পারে, তার একটা সম্ভাবনার চিত্র তুলে ধরেন দেশবাসীর সামনে। শনিবার ওহাইয়োতে তিনি বলেন, ‘৫ নভেম্বর তারিখটা মনে রাখুন। আমার বিশ্বাস, এই দিনটা আমাদের দেশে ইতিহাস হতে চলেছে। এবার ভোটে যদি আমি না জিতি, তবে গোটা দেশে রক্তগঙ্গা বইবে। আমি যদি ভোটে না জিতি, হয়তো আমেরিকা আর কখনও কোনও নির্বাচন দেখতে পাবে না।’
একই সঙ্গে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সবথেকে খারাপ প্রেসিডেন্ট বলেও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর এই কটাক্ষের পর আমেরিকার সংবাদ মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যায়। একাধিক বিতর্ক তৈরি হয় সামাজিক মাধ্যমেও। এই মন্তব্যের পর বিরোধীরা ট্রাম্পের সমালোচনা করতে ছাড়েননি। বিষয়টির প্রতিবাদ জানান জো বাইডেনের মুখপাত্র। তিনি একটি সভায় ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন,‘এটাই ট্রাম্পের আসল রূপ। তিনি ৭০ লাখের বেশি ভোটে হেরে যাওয়ার পর ভুল শুধরে নেওয়ার পরিবর্তে রাজনৈতিক হিংসার হুঁশিয়ারি দিয়েই চলেছেন।’
কিন্তু এসব মন্তব্যে দমার পাত্র নন ডোনাল্ড ট্রাম্প। তিনি এদিন চীনের সঙ্গে আমেরিকার নতুন গাড়ি নীতিকে কটাক্ষ করেন। জানা গিয়েছে, সম্প্রতি চীন মেক্সিকোতে গাড়ির কারখানা বানিয়ে তা আমেরিকার বাজারে বিক্রির পরিকল্পনা নিয়েছে। আমেরিকার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন ট্রাম্প। তিনি বক্তৃতায় বলেন, ‘জি জিনপিং, আপনি যে গাড়িগুলি বানাচ্ছেন, আমরা তার উপর ১০০ শতাংশ কর প্রয়োগ করব। আমাদের এখানে গাড়ি বানিয়ে এখানেই বিক্রি করবেন, তা হতে দেব না।’