• facebook
  • twitter
Friday, 10 January, 2025

লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুনে প্রাণহানি বেড়ে ১০, ফের আগুন লাগায় পরিস্থিতির অবনতি 

লস অ্যাঞ্জেলসের দাবানলের আগুনে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।  ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে কমপক্ষে ১০ হাজার বাড়ি। সংবাদ সংখ্যা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল থেকে পরিস্থিতি আবার নতুন করে খারাপ হতে শুরু করে। নতুন করে আবার ৩.২ কিলোমিটার এলাকায় আগুন লেগেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, পালিসাডেসে ১৯ হাজার একর জমি পুড়ে গিয়েছে।

প্রতীকী চিত্র।

লস অ্যাঞ্জেলসের দাবানলের আগুনে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।  ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে কমপক্ষে ১০ হাজার বাড়ি। সংবাদ সংখ্যা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল থেকে পরিস্থিতি আবার নতুন করে খারাপ হতে শুরু করে। নতুন করে আবার ৩.২ কিলোমিটার এলাকায় আগুন লেগেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, পালিসাডেসে ১৯ হাজার একর জমি পুড়ে গিয়েছে। অন্য দিকে, আল্টাডেনায় আগুনের গ্রাসে চলে গিয়েছে ১৩ হাজার একর জমি। এই দুই জায়গায় বসতি এলাকা আগুনের গ্রাসে চলে যাওয়ায় ১০ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। 

দাবানলের হাত থেকে রেহাই পাচ্ছেন না লস অ্যাঞ্জেলসের মানুষ। নতুন করে পরিস্থিতির অবনতি হতে শুরু করে বৃহস্পতিবার সন্ধে থেকে। ওয়েস্ট হিলসে নতুন করে আগুন ছড়াতে শুরু করে। কাউন্টি শেরিফ রবার্ট লুনার কথায় , ‘মনে হচ্ছে পরমাণু বোমা ফেলা হয়েছে।’  আগুন এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে, কয়েক ঘণ্টায় ৯০০ একর জমি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।  আগুন নিয়ন্ত্রণে আনতে  ৪০০ দমকলকর্মীকে কাজে লাগানো হয়। আগুন ছড়িয়ে পড়ে ফার্নান্দো উপত্যকা ছাড়িয়ে ভেঞ্চুরা এলাকায়। 

এর আগে কেনথ শহরে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সফল হয় দমকল বাহিনী। সেখানকার বেশ কয়েকটি এলাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এক্ষেত্রে দমকলকর্মীদের সাহায্য করেছে আবহাওয়া। হাওয়ার গতি কম থাকায় আগুন অন্যত্র ছড়াতে পারেনি। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা অনেকটাই সহজ হয়েছে ।

এদিকে, লস অ্যাঞ্জেলসের অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যায় একাধিক তারকার বাড়ি৷ এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্‌স, ক্যারি এলওয়েসের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। আচমকা দাবানলে পুড়ে ছাই সেই সব স্বপ্নের বাড়ি৷  লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী প্রিয়াঙ্কা চোপড়াও সমাজ মাধ্যমে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ৷  
 
এখনও পর্যন্ত ১ লক্ষ ৮০ হাজার বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। লস অ্যাঞ্জেলসের মেয়র কারন বাস জানিয়েছেন, নজিরবিহীন ঘটনা। এ রকম আগে কোনও দিন তিনি দেখেননি।  শুধু আগুন আর আগুন। নতুন নতুন এলাকায় ক্রমশ ছড়িয়ে পড়ছে সেই আগুন। দমকলকর্মীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আগুনের রূপ আরও ভয়াবহ হয়ে উঠছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পালিসাডেস, আল্টাডেনা, পাসাডেনা এলাকা। দক্ষিণ ক্যালিফর্নিয়ায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩ লক্ষ ঘরবাড়ি। প্রায় ১ লক্ষ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বহু এলাকায় জল ফুরিয়ে গিয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা।