করোনাভাইরাস: বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার

করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার। (File Photo: AFP)

নিশ্চিন্ত হয়ে আর থাকা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা মিথ্যা নয়। বিশ্বজুড়ে মৃত্যুর তাণ্ডব দেখাচ্ছে মারণ ভাইরাস। জন হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার অবধি করোনাভাইরাস আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১,২৯৩। সংক্রামিত ৩৫৩৭৬। আশঙ্কাজনক অন্তত ১৪ হাজার। তবে সুস্থও হয়ে উঠেছেন ১ লক্ষ ১৪ হাজারের কাছাকাছি।

বিশ্বজোড়া করোনা মহামারীর মধ্যেই আজ একে অপরের পাশে দাঁড়াতে চলেছে জি ২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির। আলোচনা হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। জি ২০ ভুক্ত রাষ্ট্রগুলির বাইরেও উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে স্পেন, সিঙ্গাপুর, জর্ডনের প্রতিনিধিদের। উপস্থিত থাকবেন রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাঙ্ক, বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিনিধিরাও।

জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেস বলেছে, বিশ্বের ১৮২’টি দেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসের সংক্রমণ। জরুরি পদক্ষেপ নিতে ইউনাইটেড ন্যাশনস জেনারেল অ্যাসেম্বলির ১৯৩ জন সদস্য ও জাতীয় নিরাপত্তা পরিষদের ১৫ জন সদস্য জরুরি আলোচনায় বসতে চলেছে।


নিউ ইয়র্কের অবস্থা সঙ্কটময়। সেখানে আজ থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে রাষ্ট্রপুঞ্জের হেডকোয়ার্টার। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও অবধি মৃতের সংখ্যা ১০৩১। সংক্রমিত ৬৮ হাজারের বেশি। আমেরিকায় করোনার ভরকেন্দ্র হয়ে উঠছে অন্যতম বড় শহর নিউ ইয়র্ক। সেখানে আক্রান্ত ৩০ হাজার ছাড়িয়েছে।