দামাস্কাসকে ‘স্বাধীন’ ঘোষণা বিদ্রোহীদের, আসাদকে হত্যার রটনা

দামাস্কাস দখলের পরে বিদ্রোহীরা। ছবি: রয়টার্স।

বর্তমানে উত্তপ্ত সিরিয়ার পরিস্থিতি। গৃহযুদ্ধ, গণঅভ্যুত্থানের অশান্তির আগুনে জ্বলছে দেশ। তারই মধ্যে রাজধানী শহর দামাস্কাসকে ‘স্বাধীন’ ঘোষণা করল বিদ্রোহীরা। রবিবার সকালে দামাস্কাসে ঢুকে পড়ে তারা। সংবাদ সংস্থা সূত্রে খবর, দামাস্কাস ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তাঁকে হত্যা করা হয়েছে, এমনটাও রটনা করা হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালি ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত রয়েছেন বলেই জানিয়েছেন।

রবিবার সকালেই সিরিয়ার সরকারি টেলিভিশনে ভিডিও বার্তা মারফৎ বিদ্রোহীরা দামাস্কাসকে ‘স্বাধীন’ বলে ঘোষণা করে। অন্যদিকে, কাতারের রাজধানী দোহাতে সিরিয়ার যে দূতাবাস রয়েছে, সেখানে শুরু হয়েছে স্বাধীনতার উদযাপন। দোহার দূতাবাসের বিবৃতিতে এটাকে ‘স্বাধীনতার ভোর’ বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে সিরিয়া।’

বিদ্রোহী দলের নেতা আহমেদ আল-শাহার বক্তব্য, ক্ষমতার হস্তান্তর যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর দেখাশোনা করবেন ‘প্রাক্তন’ প্রধানমন্ত্রীই। অন্যদিকে, প্রধানমন্ত্রী জালালি জানিয়েছেন, আসাদ সরকার ক্ষমতা হস্তান্তরের জন্য তৈরি। তবে, তা যেন শান্তিপূর্ণভাবে সমাধা হয়, এমনটাই আবেদন তাঁর।


সিরিয়ার সেনাবাহিনী রবিবার অবধি জানিয়েছিল, হামা, হোমস এবং ডেরা অঞ্চলে বিদ্রোহীদের ঠেকিয়ে রাখবার চেষ্টা করছে তারা। অন্য বেশ কিছু জায়গাতেও বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত বলেও জানানো হয়েছিল সেনাবাহিনীর তরফে। কিন্তু তার পরে আর বিবৃতি পাওয়া যায়নি কোনও।

রবিবারই যুগ্মভাবে সিরিয়ার দুই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ এবং ‘জইশ আল-ইজ্জা’ দামাস্কাস আক্রমণ করে। তাদের বাধা দিতে ব্যর্থ হয় সিরিয়ার সেনাবাহিনী। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রায় বিনা বাধায় দামাস্কাস দখল করে তারা। দামাস্কাস শহর তথা গোটা দেশ জুড়ে আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। দামাস্কাসে সকাল থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে নিজেদের বাড়ির মধ্যেই রয়েছেন।

অন্যদিকে খোঁজ মিলছে না প্রেসিডেন্ট আসাদের। তিনি একটি বিমানে করে কোথাও গিয়েছেন, এমনটা জানা গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, তিনি প্রাণ হারিয়েছেন। রাডার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিরিয়ার উপকূলবর্তী অঞ্চলের দিকে যাচ্ছিলেন আসাদ। আচমকাই তা ইউ-টার্ন নিয়ে ঘুরে যায়। তারপর থেকে বিমানটির আর খোঁজ মেলেনি। রয়টার্স জানিয়েছে, সিরিয়ার দুটি সূত্র অনুযায়ী তাদের কাছে খবর আছে যে হত্যা করা হয়েছে আসাদকে। সেই সঙ্গে, অভ্যুত্থানের ফলে আসাদের সমর্থনকারীরাও দামাস্কাস ছেড়ে পালিয়েছেন।