• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জোহানেসবার্গে ক্রিকেটার ফ্যাবিয়ান অ্যালেনের ওপর দুষ্কৃতী হামলা

জোহানেসবার্গ, ৬ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের উপর দুষ্কৃতী হামলা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ঘটেছে এই ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের উপর এই হামলা চালায় অপরাধীরা। জানা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী দিনে দুপুরে মাথায় বন্দুক ঠেকিয়ে ওই ক্রিকেটারের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়। এমনকী ওই ক্রিকেটারকে মারধরও করে হামলাকারীরা। যার ফলে জোহানেসবার্গে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে

জোহানেসবার্গ, ৬ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের উপর দুষ্কৃতী হামলা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ঘটেছে এই ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের উপর এই হামলা চালায় অপরাধীরা।

জানা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী দিনে দুপুরে মাথায় বন্দুক ঠেকিয়ে ওই ক্রিকেটারের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়। এমনকী ওই ক্রিকেটারকে মারধরও করে হামলাকারীরা। যার ফলে জোহানেসবার্গে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় চলছে টি-২০ লিগ। যাতে পার্ল রয়্যালস দলের হয়ে খেলছেন ফ্যাবিয়ান অ্যালেন।

অভিযোগ, ২৮ বছরের ওই খেলোয়াড় জোহানেসবার্গের বিখ্যাত স্যান্ডটন সান হোটেলে ছিলেন। সেই হোটেলের বাইরেই কয়েক জন দুষ্কৃতী বন্দুক নিয়ে তাঁকে আক্রমণ করে। ফোন এবং আরও ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেয়। যার মধ্যে ছিল একটি ব্যাগও। ঘটনার তদন্ত শুরু করেছে জোহানেসবার্গ পুলিস।