নতুন বছরের জানুয়ারি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। কিন্তু তার আগেই ভারতীয় পড়ুয়াদের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন শীর্ষস্থানীয় মার্কিন বিশ্ববিদ্যালয় ভারতীয় ও অন্যান্য বিদেশি পড়ুয়াদের দ্রুত আমেরিকায় ফিরতে এবং ক্যাম্পাসে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। আশঙ্কা, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই সেদেশে ভ্রমণে নানা রকম নিষেধাজ্ঞা জারি হতে পারে। পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শপথ অনুষ্ঠানের আগেই যুক্তরাষ্ট্রে ফিরে আসুন তাঁরা। নয়তো নিষেধাজ্ঞার কারণে কোনও রকম অসুবিধের সম্মুখীন না হতে হয়। সংবাদ সংস্থা সূত্রে এই খবর মিলেছে।