• facebook
  • twitter
Monday, 30 September, 2024

কলম্বিয়ায় হেলিকপ্টার ভেঙে পড়ে ৮ জনের মৃত্যু

কলম্বিয়ায় হেলিকপ্টার ভেঙে পড়ে ৮ জনের মৃত্যু হল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, ভিচাদার পূর্বে হিউম্যানিটরিয়ান মিশনের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

কলম্বিয়ায় হেলিকপ্টার ভেঙে পড়ে ৮ জনের মৃত্যু হল। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, ভিচাদার পূর্বে হিউম্যানিটরিয়ান মিশনের সময় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

এর আগে কলম্বিয়ার বিমান বাহিনী জানিয়েছিল, এফএসি-৪৪৪১ নম্বরের হুই ২ হেলিকপ্টারটি রবিবার সকালে মেডিক্যাল মিশন চালাচ্ছিল। আচমকা সেটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান। হেলিকপ্টার ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু হয়।

স্থানীয় সংবাদ মাধ্যমে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন আধিকারিক ও টেকনিশিয়ান রয়েছেন। প্রাথমিক তদন্তে অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টার ভেঙে পড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কলম্বিয়া বিমান বাহিনী।