ভূমিকম্পের বিভীষিকায় এখনও ত্রস্ত মানুষ। বিধ্বস্ত মায়ানমার। কিন্তু তবুও গৃহযুদ্ধ থামার নাম নেই। মায়ানমারকে সাহায্য করার জন্যে যখন হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ, তখন বিদ্রোহীদের দমন করতে সেই দেশের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে মায়ানমারের জুন্টা সেনা। জানা গিয়েছে, ভূমিকম্পের পর তিন ঘণ্টা যেতে না যেতেই পূর্ব মায়ানমারের শান প্রদেশে বিমান হামলা চালিয়েছিল সামরিক বাহিনী। এরপর দেশের উত্তর-পশ্চিমের সাগাইং অঞ্চলে বিমান হামলা চালানো হয়। এই অঞ্চলটি ভারতের মণিপুর এবং নাগাল্যান্ড লাগোয়া। আরও জানা গিয়েছে, থাইল্যান্ড সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতেও বিদ্রোহীদের নিকেশ করতে হামলা চালায় মায়ানমারের সামরিক বাহিনী।এই ঘটনার নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। দেশের এই বিপর্যয়ের পরিস্থিতিতেও জুন্টাবাহিনীর হামলা চালিয়ে যাওয়া ‘জঘন্য’ বলে মন্তব্য করেছে রাষ্ট্রসংঘ। বর্তমান পরিস্থিতিতে এই আক্রমণ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।