বাংলাদেশে গ্রেপ্তার নিপীড়িত হিন্দুদের মুখ চিন্ময় প্রভু। সোমবার ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তিনি বর্তমানে ইসকন পুণ্ডরিক ধামের সভাপতি।
প্রসঙ্গত কিছুদিন আগেই বাংলাদেশের কট্টরপন্থী মুসলিমরা সেদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। এমনকি এই ধর্মীয় প্রতিষ্ঠানকে সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করে চরম হুঁশিয়ারিও দিয়েছিল। না হলে ইসকন ভক্তদের ধরে ধরে হত্যা করারও হুমকি দেয় তারা। বিষয়টি নিয়ে ভারত ও আমেরিকার সাহায্যের আবেদন জানান ইসকনের এক সদস্য। কট্টরপন্থী মুসলিমদের সামাজিক মাধ্যমে হুমকির পরই আতঙ্কিত হয়ে এই আবেদন জানান তাঁরা।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর চট্টগ্রামের এক মুসলিম ব্যবসায়ী ফেসবুকে ইসকনকে নিষিদ্ধি ঘোষণা করার দাবি তোলেন। তিনি ইসকনকে একটি ‘জঙ্গি সংগঠন’ বলে দাবি করেন। সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। হিন্দুদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। সেই আন্দোলন দমনে রাস্তায় নামানো হয় সেনা ও পুলিশ। এমনকি হিন্দুদের বাড়ি বাড়ি ঢুকে তাঁদের মারধর ও গ্রেপ্তারের অভিযোগ ওঠে।
ফের ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি তুলতেই পুনরায় আন্দোলনে নামে হিন্দুরা। গত শুক্রবার রংপুরে বিক্ষোভ দেখায় তারা। সেখানে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন চিন্ময় প্রভু। তিনি হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি, সম্প্রীতি রক্ষায় সেদেশের শুভবুদ্ধি সম্পন্ন মুসলিমদের অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের তিনটি হিন্দু মন্দির ভাঙার চেষ্টা হলে সেগুলিকে রক্ষা করতে এগিয়ে এসেছিলেন মুসলিম সমাজের মানুষই। কিন্তু প্রকাশ্য সভায় বক্তব্য রাখার পর সেদেশের অন্তর্বর্তী সরকারের টার্গেট হয়ে যান চিন্ময় প্রভু। অবশেষে সোমবার ঢাকা বিমানবন্দর থেকে এই সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়।