দু’মাস পরেও বিচার পেলেন না রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশের জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। নিম্ন আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ঢাকা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। সোমবার ছিল সেই আবেদনের শুনানি। কিন্তু চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি এদিনও হলো না।
শুনানি বাতিল হওয়ার পর চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী সুমনকুমার রায় বলেন, ‘শুনানির তালিকায় এই মামলার সিরিয়াল অনেকে পিছনে ছিল। আমাদের সিনিয়র আইনজীবীরা এদিন আদালতে উপস্থিত ছিলেন। আদালত জানিয়েছে, এটি সেন্সিটিভ মামলা। সিরিয়াল অনুযায়ী যখন মামলাটি শুনানির জন্য আসবে, তখন শুনানি হবে। ফলে সোমবার জামিনের শুনানি হচ্ছে না। চেষ্টা করা হবে আগামী সপ্তাহে যাতে শুনানি হয়।’
গত বছরের ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময়কৃষ্ণকে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনে অন্তর্বর্তী সরকার। তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করেছেন বলে অভিযোগ। চট্টগ্রামের একটি নিম্ন আদালত গত ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দেয়। এই মামলায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশমন্ত্রক।