• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

জনসাধারণের জন্য সিনােভ্যাক বায়ােটেকের ভ্যাকসিনকে অনুমােদন চিনা প্রশাসনের 

দেশের সাধারণ জনগণের টিকাকরণের জন্য সিনােভ্যাক বায়ােটেকের করােনা ভাইরাস ভ্যাকসিনকে অনুমােদন দিল চিনা কর্তৃপক্ষ।

প্রতীকী ছবি (File Photo: iStock)

দেশের সাধারণ জনগণের টিকাকরণের জন্য সিনােভ্যাক বায়ােটেকের করােনা ভাইরাস ভ্যাকসিন’কে অনুমােদন দিল চিনা কর্তৃপক্ষ। চিনে দ্বিতীয় দফায় কোভিড ১৯ টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে। 

ডিসেম্বর মাসে সরকার পরিচালিত চিনা ন্যাশানাল ফার্মাসিটুক্যাল গ্রুপ (সাইনােফার্ম) অনুমােদন দেওয়া হয়েছিল। 

সিনােভ্যাক বায়ােটেকের তরফে জানানাে হয়েছে, ‘চিনের মেডিকেল প্রােডাক্টস রেগুলেটর দেশের সাধারণ মানুষের টিকাকরণের জন্য ভ্যাকসিনটি অনুমােদন দিয়েছে। করােনা যােদ্ধাদের প্রাধান্যের নিরিখে প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছিল।’

ইন্দোনেশিয়া, তুর্কি, ব্রাজিল, চিলি, কলােম্বিয়া, উরুগুয়ে, লাওসে সিনােভ্যাক লাইফ সায়েন্সের তৈরি করােনা ভ্যাকসিন মঞ্জুর করা হয়েছে।