তাইওয়ানকে শিক্ষা দিতে চায় চিন
বেজিং, ২৫ মে – তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চিন। মহড়ায় যৌথভাবে অংশ নিয়েছে পিএলএ-র এয়ারফোর্স ও নেভি।জিনপিং প্রশাসনের দাবি, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের পাল্টা ২ দিনের এই সামরিক মহড়া। তাইওয়ানের জল এবং আকাশসীমার কাছে নতুন করে যুদ্ধ মহড়া শুরু করেছে চিনের পিপলস্ লিবারেশন আর্মি।চিনা ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছিল, সমুদ্রে প্রত্যাঘাতের সক্ষমতা যাচাই করতেই এই মহড়া।