লন্ডন, ১৯ জুন– কানাডা যে খালিস্তানপন্থী জঙ্গি ও তাদের প্রতি সহানুভূতিশীল মানুষকে আশ্রয় ও মদত দিচ্ছে, এই অভিযোগ বহুবার তুলেছে ভারত৷ তা সত্ত্বেও কানাডা সরকারের একের পর এক ভারত বিরোধী আচরণ ভাবিয়ে তুলেছে নয়াদিল্লিকে৷ যার মধ্যে সবথেকে বড় উদাহরণ দেখা গেল মঙ্গলবার কানাডার পার্লামেন্টে৷ এদিন, জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের বর্ষপূর্তিতে নীরবতা পালন করল৷ কানাডার হাউস অফ কমন্স বা সংসদের নিম্নকক্ষে ভারতে নিষিদ্ধ ঘোষিত খালিস্তানি জঙ্গি নিজ্জরের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ হাউস অফ কমন্সের স্পিকার গ্রেগ ফার্গুস সদস্যদের নীরবতা পালনের আর্জি জানান৷ হাউসেই ঠিক হয় নিজ্জরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে৷
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ভারতে তৃতীয়বার মোদির পুনর্নির্বাচন নিয়ে বলেছেন, এর ফলে বিভিন্ন দিক থেকে দু’দেশের সম্পর্কের উন্নতির সুযোগ মিলবে৷ সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত জি-৭ বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ জাতীয় নিরাপত্তা, কানাডাবাসীর সুনিশ্চিত সুরক্ষা এবং আইনের শাসনের মতো জটিল বিষয়গুলি নিয়ে আলোচনার সুযোগ আসবে বলে সিবিসি নিউজকে এক সাক্ষাৎকারে বলেন ট্রুডো৷
প্রসঙ্গত, গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার সুরেতে গুরু নানক শিখ গুরুদ্বারের বাইরে শিখ বিচ্ছিন্নতাবাদী ৪৫ বছর বয়সি নিজ্জরকে কেউ বা কারা খুন করে৷ এই ঘটনায় ভারতের হাত থাকার প্রমাণ রয়েছে বলে পার্লামেন্টে ঘোষণা করেছিলেন ট্রুডো৷
এই খুনের অভিযোগে কানাডার পুলিশ করণ ব্রার, কমলপ্রিত সিং, করণপ্রিত সিং এবং আমনদীপ সিং নামে চার ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করে৷ যদিও ভারতের তরফে কানাডার অভিযোগকে ভিত্তিহীন বলে উডি়য়ে দেওয়া হয়েছে৷