বাংলাদেশের রাশিয়ার দূতাবাসের তরফেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে মঙ্গলবার। সেখানে মস্কোর তরফে জানানো হয়েছে, বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, তা একান্ত ভাবেই বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে তারা মনে করে। তবে বাংলাদেশ যে হেতু রাশিয়ার বন্ধু দেশ, তাই তারা চায়, সেখানে দ্রুত সাংবিধানিক নিয়মনীতি ফিরে আসুক।
বাংলাদেশ থেকে হাসিনাকে নিয়ে গাজিয়াবাদের বিমানঘাঁটিতে এসে অবতরণ করেছিল বাংলাদেশ বায়ুসেনার বিমান।গাজিয়াবাদে নামার পর থেকে হাসিনা এখনও সেখানকার হিন্দন বিমানঘাঁটিতেই রয়েছেন বলে সূত্রের খবর। যদিও হাসিনা ভারতের কাছ থেকে রাজনৈতিক আশ্রয় চাননি। একটি অসমর্থিত সূত্রের দাবি, ভারতে আসার পরে বহু বার তিনি লন্ডনের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখানে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আবেদনও করেছেন। সেই অসমর্থিত সূত্রেরই দাবি, সেই আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটেন।