• facebook
  • twitter
Sunday, 22 December, 2024

বাংলাদেশে মন্দিরে হাত-পা বাঁধা পুরোহিতের দেহ উদ্ধার

বাংলাদেশের নানা প্রান্তে সমানে চলছে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা। এই প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছে ভারত সরকারও।

প্রতীকী ছবি

বাংলাদেশে সমানে চলছে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা। এ প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছে ভারত সরকারও। এবার এই আবহেই বাংলাদেশের মন্দিরের মধ্যেই খুন হয়ে গেলেন পুরোহিত। নাটোরের কাশিমপুরের এক মন্দিরের পুরোহিত খুন হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, শ্মশানকালীর ওই মন্দিরে লুঠপাটের করতে এসে সেবায়েতকে খুন করা হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় পুরোহিতের দেহ উদ্ধার। বাংলাদেশ পুলিশের দাবি, ডাকাতি করা হয়েছে।

যদিও সংখ্যালঘু হিন্দুদের অভিযোগ, ডাকাতির নামে বেছে বেছে তাদের উপরে হামলা করা হচ্ছে। দিন কয়েক আগেই মন্দিরে হামলা চালানো হয়েছিল। ভেঙে দেওয়া হয় বিগ্রহও। অভিযোগ, তিতুমির কলেজের প্রিন্সিপালকে পদত্যাগের হুমকি দিচ্ছে কট্টরপন্থীরা। অন্যদিকে, ময়মনসিংহ এবং দিনাজপুরে তিনটি মন্দিরের আটটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। সব ঘটনায় অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। এমনকি শুক্রবার রাত পর্যন্ত একটি মামলাও রুজু করা হয়নি। একটি ক্ষেত্রে অভিযুক্তকে জেলে পাঠানো হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ২,২০০টি হামলার ঘটনা ঘটেছে।