ওয়াশিংটন, ২৭ এপ্রিল– বর্ণবিদ্বেষের শিকার ফের আরেক জর্জ ফ্লয়েড৷ অকুস্থল সেই মার্কিন মুলুকই৷ কৃষ্ণাঙ্গ হওয়ার অপরাধে ২০২০ সালে যেভাবে পুলিশের পায়ের নীচে চাপা পডে় মৃতু্য হয়েছিল জর্জ ফ্লয়েডের, ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি হল আবার৷ পুলিশের হাতে আটক হওয়ার পরই মৃতু্য হল এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার ওহাইয়োতে৷ গত ১৮ এপ্রিল একটি পথ দুর্ঘটনার তদন্তে গিয়েই ফ্রাঙ্ক টাইসন (৫৩) নামক এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে আটক করে পুলিশ৷ হেফাজতেই মৃতু্য হয় ওই ব্যক্তির৷ ক্যান্টন পুলিশ বিভাগের তরফে এই বিষয়ে এখনও অবধি কোনও বিবৃতি দেওয়া না হলেও, একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেটা কোনও এক পুলিশ অফিসারের বডি ক্যাম (পুলিশের পোশাকে যে ক্যামেরা লাগানো থাকে) ফুটেজ৷ দেখা যাচ্ছে, একটি গাডি় ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে দাঁডি়য়ে রয়েছে৷ পুলিশ এলে পথচলতি মানুষ জানায়, গাডি়র চালক পালিয়ে গিয়েছে৷ তদন্ত করতেই উল্টোদিকের বারে ঢোকে পুলিশ৷ সেখানে দাঁডি়য়েছিলেন ফ্রাঙ্ক টাইসন৷ পুলিশ তাঁর হাত ধরার চেষ্টা করতেই বচসা বেঁধে যায়৷ ধস্তাধস্তির মাঝে টাইসনকে চিৎকার করতে শোনা যায় যে তিনি বলছেন, “ওরা আমায় মেরে ফেলবে৷ শেরিফকে ফোন করো কেউ৷” এক পুলিশ অফিসারকে তাঁর ঘাডে়র উপরে পা দিয়ে চাপা দিতেও দেখা যায়৷ ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি ক্রমাগত বলে যাচ্ছিলেন, “আমি শ্বাস নিতে পারছি না…আমার ঘাড় থেকে পা সরাও…”৷ অভিযুক্ত পুলিশ অফিসার তাঁর কথায় গুরুত্বও দেয়নি৷ পা সরাতেই দেখা যায় নিথর অবস্থায় পডে় রয়েছেন টাইসন৷ এভাবেই ৬ মিনিট মাটিতে পডে় থাকেন টাইসন, পুলিশ কর্মীরা তখন অন্যদের সঙ্গে কথা বলতে ব্যস্ত৷