• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

 বার্ড ফ্লুয়ে আক্রান্তের মৃত্যু

মেক্সিকো, ৬ জুন – মেক্সিকোতে বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা  জানিয়েছে, এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর ঘটনা সামনে এল । প্রায় ৬০ ছুঁইছুঁই ওই ব্যক্তি এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। এর কিছু দিনের মধ্যেই ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমির লক্ষ্মণ দেখা দেয়। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পর

Karnataka, Jan 11 (ANI): The bird flu scare has hit the poultry business, in Shivamogga on Monday. (ANI Photo)

মেক্সিকো, ৬ জুন – মেক্সিকোতে বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা  জানিয়েছে, এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর ঘটনা সামনে এল । প্রায় ৬০ ছুঁইছুঁই ওই ব্যক্তি এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। এর কিছু দিনের মধ্যেই ডায়েরিয়া, শ্বাসকষ্ট এবং বমির লক্ষ্মণ দেখা দেয়। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পর গত ২৪ এপ্রিলে মৃত্যু হয় বৃদ্ধের।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে , কিছুদিন আগে মেক্সিকোর পোলট্রিতে A(H5N2) মারণ ভাইরাস ছড়ানোর খবর মিলেছিল। গোটা বিশ্বের নিরিখে  এটিই প্রথম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণে মানুষের মৃত্যুর ঘটনা। প্রাথমিক পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে অজানা ফ্লুয়ের  অস্তিত্ব লক্ষ্য করা  গিয়েছিল। পরবর্তীতে আরও উন্নত গবেষণাগারে পরীক্ষা করে H5N2 টাইপ বার্ড ফ্লু’র উপস্থিতি পাওয়া যায়।
 
মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা, ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তাঁকে ২৪ এপ্রিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেদিনই মারা যান। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোজ রয়টার্সকে বলেন, ওই ব্যক্তির শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল।তার উপর  বার্ড ফ্লু ভাইরাস তাঁর শারীরিক পরিস্থিতি আরও জটিল করে তোলে।