ওয়াশিংটন, ৩০ মার্চ – পাকিস্তান সরকারকে পাশে থাকার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়ে এই বার্তা দেন জো বাইডেন। জানান, পাক সরকারের পাশে রয়েছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন পাকিস্তানের সঙ্গে আমেরিকার যোগাযোগ নিবিড় ছিল। কিন্তু গত পাঁচ বছরে বাইডেন কখনও পাক প্রধানমন্ত্রীকে ফোনও করেননি। ২০২২ সালে ইমরানকে সরিয়ে শেহবাজ শরিফ প্রথমবার প্রধানমন্ত্রী হন। সেই সময় বাইডেন তাঁকে ফোন করেননি। তাই এতদিন পরে তাঁর এই চিঠিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাইডেনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক, উভয় দিক থেকেই নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। চিঠিতে জানানো হয়েছে, পাকিস্তানের পাশেই থাকছে আমেরিকা।
পাকিস্তানের প্রশাসনিক বিষয়ে আমেরিকার ‘নাক গলায়’, এমন অভিযোগ আগে উত্থাপন করেছেন ইমরান। সাইফার মামলায় প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পিছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ ছিল ইমরানের। সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন এবং জনসভায় প্রদর্শনও করেন। সেই নিয়ে ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।