• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাংলাদেশ ফিরল সেনাশাসনে, গঠন করা হ‍বে অন্তর্‍বর্তীকালীন সরকার

ঢাকা, ৫ আগস্ট – হাসিনার পদত্যাগের পর ‍বাংলাদেশের ভার নিল সেনা। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরই ‍বাংলাদেশ কার্যত সেনাশাসনে ফিরল। হাসিনা দেশ ছাড়ার পর চূড়ান্ত অস্থিরতার মধ্যে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ‍বক্ত‍ব্য রাখেন। সোমবার দুপুরে একথা ঘোষণা করেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ছে সেনা। সেনাপ্রধান জানান, ২৪ থেকে ৪৮ ঘণ্টার

ঢাকা, ৫ আগস্ট হাসিনার পদত্যাগের পর ‍বাংলাদেশের ভার নিল সেনা। অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরই ‍বাংলাদেশ কার্যত সেনাশাসনে ফিরল। হাসিনা দেশ ছাড়ার পর চূড়ান্ত অস্থিরতার মধ্যে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে ‍বক্ত‍ব্য রাখেন। সোমবার দুপুরে একথা ঘোষণা করেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ছে সেনা। সেনাপ্রধান জানান, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্‍বর্তীকালীন সরকার গঠন করা হ‍বে। উন্মত্ত জনতাকে শান্তি বজায় রাখার আর্জি জানান সেনাপ্রধান। সমস্ত হত্যার বিচার করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তাঁর আশ্‍বাস, দেশে শান্তি ফিরে এলেই মার্শাল‍বা কার্ফু প্রত্যাহার করা হবে।
 
হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরে জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশে একটা রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। তিনি জানান, তিনি সব দলের নেতাদের আমন্ত্রণ করেছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেই সরকারই দেশের কার্যকলাপ চালাবে। রাষ্ট্রপতির কাছে গিয়ে এই নিয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
 
সেনাপ্রধানের কথায়, ‘আমি কথা দিচ্ছি, সব অন্যায়, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আপনারা আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে, পূরণ করব। দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনব। আপনারা সহযোগিতা করুন।’ তাঁর আর্জি , ‘হত্যা, মারামারি, সংঘর্ষ থেকে বিরত হোন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি করে, সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু পাব না। সংঘর্ষ, অরাজকতা থেকে বিরত হোন। আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে অগ্রসর হবো।’
 
পরবর্তী সরকারের কথা বলেন তিনি, ‘আমরা প্রধান সব দলের নেতাদের সঙ্গে কথা বলেছি। আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছি। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার ভালভাবে দেশ চালাবে। আপনারা একটু সময় দিন, শান্তির পথে ফেরত আসুন। দেশের অনেক ক্ষতি হচ্ছে, লোকজন মারা যাচ্ছেন। এগুলো বন্ধ করুন, আমায় সাহায্য করুন। আমি কথা দিচ্ছি, প্রতিটা হত্যার বিচার হবে।’
 
কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন—সাংবাদিকদেরপ্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টিজামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুলজোনায়েত সাকিও বৈঠকে ছিলেন। এদিনের আলোচনায় আওয়ামি লিগের কেউ ছিল না বলে জানিয়েছেন সেনাপ্রধান। তিনি বলেছেন, যা আলোচনা হয়েছে, তা নিয়ে সোম‍বারই রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে এবং যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার গড়ে কাজ শুরু হবে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।’ ছাত্রদের শান্ত হওয়ার জন্য ‍বারং‍বার পরামর্শ দেন তিনি।
সোম‍বার সকালে আচমকাই পতন ঘটে ‍বাংলাদেশের হাসিনা সরকারের। অন্তর্‍বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত দেশের ভার চলে যায় সেনার হাতে। ‍বাংলাদেশের রাস্তা এখন সেনা‍বাহিনীর দখলেপুলিশের পরি‍বর্তে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনা‍বাহিনী।