ঘটনার ঘনঘটা বাংলাদেশে। সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া থেকে হিন্দুদের ওপর আক্রমণ, একের পর এক ঘটনায় সংবাদ শিরোনামে এসেছে সে দেশের সরকার। এবার আরও একটি খবরে সংবাদ শিরোনামে উঠে এল প্রতিবেশী রাজ্য।মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানিয়ে দিলেন, গণ আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হলেও বাংলাদেশে গণতন্ত্র ফিরতে এখনও দেড় বছরের বেশি সময় লাগবে। বাংলাদেশের এক প্রথমসারির সংবাদপত্রের সূত্র থেকে জানান হয়েছে, লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অব লর্ডস’-এ মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত আলোচনাসভায় সাখাওয়াত বলেছেন, ‘‘দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ অশান্তি, সংঘর্ষের পর এসেছে পালাবদল। কিছুটা হলেও স্থিতি ফিরেছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর গত অগাস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন নোবেল পুরস্কারজয়ী মহম্মদ ইউনুস। তার পরেও পুরোপুরি অচলাবস্থা কেটেছে এই কথা বলেননি কোনও রাজনৈতিক বিশেষজ্ঞ, বরং মহম্মদ ইউনুসের বেশ কিছু সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে । তবে সব প্রশ্ন ছাপিয়ে একটাই প্রশ্ন উঠে এসেছিল কবে ফিরবে বাংলাদেশে গণতন্ত্র? এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসরপ্রাপ্ত উপদেষ্টার গলায়।
ঠিক এখানেও উঠছে আরও একটি প্রশ্ন, ক্ষমতা হস্তান্তরের পর অক্টোবরে অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, ২০২৫ সালে নির্বাচনের আয়োজন করা সম্ভব।আসিফের ব্যাখ্যা ছিল, নির্বাচনের অনেকগুলি ধাপ রয়েছে। নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি প্রয়োজন। প্রয়োজন ভোটার তালিকা সংশোধন করা। চলতি বছরের গোড়ায় তৎকালীন হাসিনা সরকার আয়োজিত নির্বাচনে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ নিয়ে যে অশান্তি হয়েছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ওই মন্তব্যের সমালোচনা করে দ্রুত ভোটের আয়োজনের জন্য পদক্ষেপের দাবি তোলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এরপর ভোট পরিচালনার জন্য নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ‘যোগ্য ব্যক্তিদের বাছাই করার জন্য’ গত তিরিশে অক্টোবর ছয় সদস্যের সার্চ কমিটি গড়ে ইউনূস সরকার। সরকারের তরফে জানানো হয়, ছয় সদস্যের সার্চ কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতিটি পদের ক্ষেত্রে দু’জন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। তাঁদের মধ্যে থেকে কোনও এক জনের নাম বেছে নেওয়া হবে। কিন্তু কিন্তু এ বার ইউনূস-ঘনিষ্ঠ নৌ পরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উপদেষ্টার মন্তব্য নির্বাচনের প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা নিয়ে মতবিরোধ প্রকাশ্যে এনে দিল। নতুন নির্বাচন কমিশনের ভোটের আয়োজন করতে কেন দেড় বছর লেগে যাবে, তা নিয়ে ইতিমধ্যেই উঠছে বিতর্ক।
নির্বাচনের এই ডামাডোলের মাঝেই ইউনুস সরকারকে নিয়ে বিরুদ্ধ মত বাড়ছে। এবার ইউনুস সরকারকে নিয়ে শঙ্কিত জামাত এ ইসলামি পাশে দাঁড়াল মুজিবর রহমান ও শেখ হাসিনার দল আওয়ামি লিগের। পূর্ব লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন জামাতের শীর্ষ নেতা আমির ডা.শফিকুর রহমান, তার বক্তব্য, ‘বিএনপি বলছে তারা চায় না আওয়ামি লিগ নিষিদ্ধ হোক। তাঁরাও আওয়ামি লিগকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় । একসঙ্গে থেকেই সবাইকে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।’ এর আগে ডা.শফিকুর রহমানের আওয়ামি লিগ নিয়ে বক্তব্য রীতিমত হইচই ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন, ‘আওয়ামি লিগকে বার বার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা তাঁদের পছন্দ নয় । কারণ তাঁরা একই পরিবারের সদস্য।’ জামাতের এই শীর্ষনেতা আরো দাবি করেছেন , মহম্মদ ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হলে তা বেশি হয়ে যাবে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ইউনুস সরকারকে নিয়ে ‘শঙ্কিত’ জামাত এবার আওয়ামি লিগের পাশে?
এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝে বিক্ষিপ্ত অশান্তি চলছেই বাংলাদেশে। বৃহস্পতিবার ঢাকার মহাখালিতে ‘পেটের দায়ে’ সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এর জেরে একদিকে যেমন পড়শি দেশে রেল চলাচল স্তব্ধ, অন্যদিকে অবরোধের ফলে সড়ক পথেও যোগাযোগ বিচ্ছিন্ন। বাংলাদেশের রাজধানী শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশিকার প্রতিবাদে এদিন অবরোধ করেন বিপুল সংখ্যার রিকশা চালকেরা। ঢাকায় ব্যাটারি চালিত রিক্সাচালকদের নিয়ে অভিযোগ আজকের নয়. অনেকেই মনে করেন, শহরে যানজট এবং দুর্ঘটনা অন্যতম কারণ এই ব্যাটারিচালিত রিকশা। এর মধ্যেই গত মঙ্গলবার হাইকোর্ট একটি নির্দেশে বলা হয়,মহানগরীর সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ রাখতে হবে অথবা বিধিনিষেধ আরোপ করতে হবে। ওই দিন রাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ছাত্রী মৃত্যু হয়। এই ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান। পালটা অস্তিত্ব সংকটে পথে এদিন পথে নামলেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।