হিংসার আগুনে উত্তপ্ত বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ। লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছে দলের নেতাদের। এই পরিস্থিতিতে রবিবার রাতে ফের মৌলভীবাজারে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। ঘরের ভিতর থেকে বেরতে না পেরে পুড়েই মৃত্যু হল ওই নেতার মা ও কাকিমার।
হাসিনা দেশ ছাড়ার পরই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের উপর হামলা শুরু হয়। মৃত্যুও হয় অনেকের। রবিবারই লন্ডনে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন হাসিনা। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলার নিন্দা করেন। ইউনূস প্রশাসনকে তীব্র আক্রমণ করেন তিনি। আর এদিনই এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা।