কক্সবাজারের আওয়ামী লীগ নেত্রী কাবেরী গ্রেপ্তার

কক্সবাজারের আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের দেবপাহাড়ের বাড়ি থেকে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করে চকবাজার থানার পুলিশ। রাতেই তাঁকে কক্সবাজার পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

কাবেরীদের পৈতৃক বাড়ি দেবপাহাড়ে। কাবেরীর পরিবারের একাধিক সদস্য রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কাবেরী (৫২) কক্সবাজার-৩ আসনের প্রাক্তন সাংসদ ও জাতীয় সংসদের প্রাক্তন হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। তাঁর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও সাংসদ ছিলেন।

কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক। ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন তিনি। এই নেত্রী ফেসবুকে খুবই ভাইরাল ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী কাবেরীর বাড়ির সামনে অবস্থান শুরু করেন। পুলিশ গিয়ে কাবেরীকে থানায় নিয়ে আসে। পরে এই মহিলা নেত্রীকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাত ১০টার নাগাদ পুলিশের সঙ্গে একদল নেতা-কর্মী কাবেরীর বাড়ির সামনে অবস্থানে বসে। পরে পুলিশ প্রথমে বাড়ির ভেতরে ঢোকে, এরপর ছাদে গিয়ে সেখান থেকে নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করে। কাবেরীকে চকবাজার থানায় নিয়ে যাওয়ার পর দেবপাহাড় এলাকায় একদল আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল করে।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার থানাই ওই মামলার তদন্ত করবে। রাতেই তাঁকে কক্সবাজার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।