• facebook
  • twitter
Thursday, 7 November, 2024

বড় ঘোষণা অস্ট্রেলিয়ার! ১৬ বছরের নিচে ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়া

এই পরিকল্পনা মোতাবেক যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনূর্ধ্ব ১৬ শিশুদের অ্যাক্সেস আটকাতে ব্যর্থ হবে, তাদের জরিমানা করা হবে।

প্রতীকী চিত্র।

বড়ো সিদ্ধান্ত নিতে চলেছে অস্ট্রেলিয়ার সরকার! একটি বিশেষ প্রস্তাবনার মাধ্যমে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ জানিয়েছেন, ১৬ বছরের কম বয়সী অস্ট্রেলিয়ান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এই সংক্রান্ত একটি আইন আনা হবে, এমনটাই বক্তব্য অ্যালবানেজ এবং যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ডের।

প্রসঙ্গত, এর আগেও অ্যালবানেজ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য ২০২৪ এর শেষের দিকে আইন আনবেন বলে জানিয়েছিলেন। যদিও, তিনি তখন কোনও ন্যূনতম বয়সের উল্লেখ করেননি।

তাঁর বক্তব্য,’সোশ্যাল মিডিয়া আমাদের বাচ্চাদের ক্ষতি করছে। আমি এটাকে আটকাতে চাই। এটা ভীষণই চিন্তার বিষয়। এর থেকে কী ধরনের সামাজিক ক্ষতি হতে পারে, কীইবা তার প্রভাব – আমরা তা জানি।’

এই পরিকল্পনা মোতাবেক যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনূর্ধ্ব ১৬ শিশুদের অ্যাক্সেস আটকাতে ব্যর্থ হবে, তাদের জরিমানা করা হবে। কিন্তু ১৬ বছরের নিচের শিশু বা তার মা-বাবার উপর কোনও জরিমানা চাপানো হবে না।

পার্লামেন্টে এই আইন পাস হওয়ার ১২ মাস পর থেকে এই নিষেধাজ্ঞা জারি হবে। নিষেধাজ্ঞার ব্যাপারটা কার্যকর করবেন অস্ট্রেলিয়া সরকারের সুরক্ষা কমিশনার।

প্রধানমন্ত্রী অ্যালবানেজ জানিয়েছেন, তিনি অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে শুক্রবার একটি বৈঠকে এই বিষয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবর্ষে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় বাজেটে ‘পোটেনশিয়াল এজ অ্যাশিওরেন্স’ প্রযুক্তির পরীক্ষার জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল। নতুন বয়ঃসীমা কীভাবে নির্ধারিত হবে, তা নির্ভর করছে এই পরীক্ষার ফলাফলের উপর।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরোধী জোট জানিয়েছিল, তারা ন্যূনতম ১৬ বছরের বয়ঃসীমাকে সমর্থন করবে। এখন এই ঘোষণার পরে অ্যালবানেজের নেতৃত্বে থাকা লেবার পার্টির পক্ষে পার্লামেন্টের দুই কক্ষেই এই বিল পাশ করানো সহজ হবে।