• facebook
  • twitter
Wednesday, 18 December, 2024

চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা

অভিযোগকারী এনামুল হকের বক্তব্য ঠিক কী? এবিষয়ে তাঁর অভিযোগপত্রে জানা গিয়েছে, গত ২৬ নভেম্বর জমি নিবন্ধন কার্যালয়ে জমি নিবন্ধনের জন্য তিনি আসেন।

ফাইল চিত্র

চিন্ময়কৃষ্ণকে আইনের প্যাঁচে ফেলতে তৎপর বাংলাদেশের মৌলবাদী শক্তি। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, শ্লীলতাহানির মিথ্যা প্রচারের পর এবার আদালতে হত্যা চেষ্টার মামলার আবেদন করলেন এক ব্যবসায়ী। রবিবার দুপুরে চট্টগ্রামের আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ১৬৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো আবু বকর ছিদ্দিকের আদালতে এই মামলার আবেদন করেছেন এনামুল হক নামে স্থানীয় এক ব্যবসায়ী। এই মামলায় উল্লিখিত ১৬৪ জন ছাড়াও অজ্ঞাতনামা আরও ৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। বাদীর আইনজীবী ইরফানুল হক সাংবাদিকদের জানিয়েছেন, মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামার সংখ্যা ৪০০ থেকে ৫০০ জন রয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে এই আবেদন গ্রহণ করা হলেও ম্যাজিস্ট্রেট এখনও কোনও নির্দেশ দেননি। তিনি পরে আদেশ দেবেন বলে জানানো হয়েছে।

কিন্তু অভিযোগকারী এনামুল হকের বক্তব্য ঠিক কী? এবিষয়ে তাঁর অভিযোগপত্রে জানা গিয়েছে, গত ২৬ নভেম্বর জমি নিবন্ধন কার্যালয়ে জমি নিবন্ধনের জন্য তিনি আসেন। আদালত প্রাঙ্গনে অবস্থিত জেলা নিবন্ধন কার্যালয়ে পুলিশের সঙ্গে ইসকন ও চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন ইসকনের অনুগামীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে এবং মারধরের জেরে হাত ভেঙে যায় বলে দাবি করেছেন। তিনি বলেন, এতদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে মামলা করতে বিলম্ব হয়েছে।