শনিবার খবর আসে যে এটিএম শামসুজ্জামান মারা গিয়েছেন কিন্তু পরে যানা যায় পুরো খবরটাই গুজব মাত্র। ঢাকার আসগার আলী হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন এটিএম শামসুজ্জামান।
দ্যা ডেলি স্টার-এর সঙ্গে কথপকথনে এই প্রবীণ অভিনেতার ভাই সালেহ জামান সেলিম জানান যে তাঁর স্বাস্থের কোনও উন্নতি দেখা দিচ্ছে না। তিনি আরও বলেন, ‘তাঁকে এখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছে, তাঁর জন্য সবাই প্রর্থনা করুন’।
এটিএম শামসুজ্জামানের পরিবার প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন তাঁকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য। তারা বলেন, প্রধানমন্ত্রী তাঁর অবস্থার ব্যাপারে সম্পূর্ণ অবগত, তিনি যা সিদ্ধান্ত নেবেন তা সকলের ভালোর জন্যই হবে। তবুও আমরা অনুরধ করবো তাঁর চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হোক।’
এটিএম শামসুজ্জামান ২৬-এ এপ্রিল প্রথম হাসপাতালে ভর্তি হন বদহজমের কারণে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর শেষ চলচিত্র ‘আলফা’
আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান বাংলাদেশের অন্যতম এক জনপ্রিয় অভিনেতা। অভিনয় করার পাশাপাশি তিনি পরিচালনা, চিত্রনাট্য লেখা, সংলাপ লেখার কাজও করতেন। প্রধান চরিত্র থেকে খল চরিত্র, পার্শ্ব চরিত্র থেকে কৌতুক চরিত্র- সকল ক্ষেত্রে তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন। পাঁচবার জাতীয় চলচিত্র পুরষ্কারে সম্মানিত হয়েছেন তিনি।