আফগানিস্তানের সীমান্ত এলাকায় যথেচ্ছ বোমাবর্ষণ পাকিস্তানের, হামলায় কমপক্ষে ৮ জনের মৃত্যু   

কাবুল, ১৮ মার্চ –  আফগানিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাল পাকিস্তান৷ সোমবার আফগানিস্তানের সীমান্ত এলাকায় যথেচ্ছভাবে বোমাবর্ষণ করে পাক সেনা৷ এই হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে৷ তালিবান প্রশাসন জানিয়েছে, মৃতরা সকলেই মহিলা ও শিশু৷ পাক সেনার উপর হামলার পরই এই হামলা চালানো হয় ৷

শনিবার পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৭ পাক সেনা জওয়ান৷ বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে হামলা চালায় এক জঙ্গি৷ বোমা বিস্ফোরণের পাশাপাশি গুলিও চালানো হয় বলে জানা গিয়েছে৷ খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে এই হামলা হয়৷ তার পরেই জঙ্গিদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি৷ সেনা জওয়ানদের শেষকৃত্যে যোগ দিয়ে তিনি সাফ জানান, এই হামলার পালটা দেবে পাকিস্তান৷

তার পরেই আফগানিস্তান সীমান্তে লাগাতার বোমাবর্ষণ শুরু করে পাক সেনা৷ তালিবান প্রশাসন সূত্রে খবর, বেছে বেছে সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে পাক সেনা এক নাগাড়ে বোমা নিক্ষেপ করা হয়৷ তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ একটি বিবৃতি প্রকাশ করে জানান, সীমান্তের কাছে খোস্ত ও পক্তিকা প্রদেশে বোমাবর্ষণ করে পাক সেনা৷


আপাতত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে ওই এলাকা থেকে৷ মৃতরা সকলেই মহিলা ও শিশু৷ এক বিবৃতিতে পাক হামলার কড়া নিন্দা করেছে তালিবান ৷ তালিবান প্রশাসন সূত্রে খবর, মূলত সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়৷