সানা, ১২ জুন– ফের ফিরে এল আয়লান কুর্দির স্মৃতি৷ সমুদ্রসৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা শিশু আয়লানের নিথর দেহের সেই ছবি যেন ফের তরতাজা হয়ে উঠল আরও ৪৯ জন মানুষের মৃতু্যতে৷ সোমবার ইয়েমেন উপকূলে ফের ঘটল এমনই ভয়াবহ ঘটনা৷ সেখানে নৌকাডুবিতে এখনও পর্যন্ত মৃতু্য হয়েছে অন্তত ৪৯ জনের৷ যার মধ্যে রয়েছে ৩১ জন মহিলা ও ৬ শিশু৷ নিখোঁজ প্রায় ১৪০ জন৷ ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে রাষ্ট্রসংঘের তরফে৷ জানা গিয়েছে, এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁরা প্রত্যেকেই অভিবাসী৷
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, সোমবার, হর্ন অফ আফ্রিকা থেকে নৌকাটি ইয়েমেনের দিকে যাচ্ছিল৷ দুর্ঘটনার সময় নৌকাটিতে ২৬০ জন ছিল৷ যাঁদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক৷ সংস্থাটির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ৭১ জনকে উদ্ধার করা গিয়েছে৷ মৃতদের মধ্যে ৬ জন শিশু ও ৩১ জন নারী রয়েছে৷
উল্লেখ্য, পূর্ব ও হর্ন অফ আফ্রিকা থেকে উপসাগরীয় দেশে কাজ করতে যাওয়ার জন্য ইয়েমেনের পথটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিবাসীদের কাছে৷ আইওএম তথ্য অনুযায়ী, এই রুটে অন্তত ১৮৬০ জন মারা গিয়েছেন বা নিখোঁজ হয়েছেন৷ যার মধ্যে নৌকা ডুবেই ৪৮০ জনের মৃতু্য হয়েছিল৷
কাজের সন্ধানে যাওয়ার পথে প্রায়শই তাঁরা বড়সড় বিপদের সম্মুখীন হন৷ এমনকী পাচারকারিদের খপ্পরেও পড়েন তাঁরা৷ গত এপ্রিলে ইয়েমেনে যাওয়ার পথে জিবুতি উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় ৬২ জন প্রাণ হারিয়েছিলেন৷