• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

চিনের একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৫, আহত ৪০

বেইজিং, ২৪ ফেব্রুয়ারি– চিনের পূর্বাঞ্চলে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতু্য হল ১৫ জনের৷ আহত হয়েছেন আরো ৪০ জন৷ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে৷ এতে নানজিং শহরের আকাশচুম্বি ভবনটির বেশ কয়েকটি ফ্ল্যাট পুড়ে যায়৷ ভবনের নীচতলা থেকেই আগুনের সূত্রপাত৷ যেখানে বৈদু্যতিক বাইক জমা করে রাখা হয়েছিল৷ যদিও

বেইজিং, ২৪ ফেব্রুয়ারি– চিনের পূর্বাঞ্চলে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতু্য হল ১৫ জনের৷ আহত হয়েছেন আরো ৪০ জন৷ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে৷ এতে নানজিং শহরের আকাশচুম্বি ভবনটির বেশ কয়েকটি ফ্ল্যাট পুড়ে যায়৷ ভবনের নীচতলা থেকেই আগুনের সূত্রপাত৷ যেখানে বৈদু্যতিক বাইক জমা করে রাখা হয়েছিল৷ যদিও এখনও অগ্নিকাণ্ডের বিস্তারিত কারণ জানা যায়নি৷ শনিবার মিডিয়া সূত্রে খবর, স্থানীয় সময় শুক্রবার বিকাল চারটা ৪০ মিনিটে প্রথমবার অগ্নিকাণ্ডের খবর পায় তারা৷ এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা লেগে যায়৷