• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

ইস্তানবুলের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৯ জনের মর্মান্তিক মৃত্যু

ইস্তানবুল, ৩ এপ্রিল – ইস্তানবুলের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত বহু। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার তুরস্কের ইস্তানবুল শহরের এক নাইট ক্লাবে ভয়াবহ আগুন লাগে।  ইস্তানবুলের বেসিকতাস এলাকায় ১৬ তলার এক বহুতলের একতলায় নাইট ক্লাবটি

ইস্তানবুল, ৩ এপ্রিল – ইস্তানবুলের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত বহু। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার তুরস্কের ইস্তানবুল শহরের এক নাইট ক্লাবে ভয়াবহ আগুন লাগে। 

ইস্তানবুলের বেসিকতাস এলাকায় ১৬ তলার এক বহুতলের একতলায় নাইট ক্লাবটি মেরামত করে নতুন করে তৈরি করা হচ্ছিল। সেই কারণে সেটি বন্ধ ছিল। কিন্তু কেন সেখানে এতো লোক জড়ো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এত বড় আকারের আগুনই বা  লাগল কীভাবে তা নিয়েও  তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই নাইট ক্লাবের ম্যানেজার-সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ক্লাবের ম্যানেজার থেকে অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উল্লেখ্য, ২০২২ সালে থাইল্যান্ডের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে প্রাণ হারান কমপক্ষে ১৩ জন। ২০১৩ সালে ব্রাজিলের নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে ২৪২ জনের মৃত্যু হয়।