ডোডোমা, ৭ নভেম্বর– বিমান ভেঙে অন্তত ১৯ জনের মৃত্যু হল তানজানিয়ার সবচেয়ে বড় হ্রদ লেক ভিক্টোরিয়ার জলে। রবিবার আফ্রিকার এই দেশের সবচেয়ে বড় বেসরকারি উড়ান সংস্থার একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। আবহাওয়ার দুর্যোগে পড়ে জরুরি অবতরণ করতে গিয়েই আফ্রিকার গিয়ে পড়ে বিমানটি।
বিমানে সেই সময় ৪৩ জন যাত্রী ছিল বলে জানিয়েছে প্রশাসন। তাঁদের অনেককে উদ্ধার করা গেলেও জলের তলায় আটকে পড়ে মারা যান ১৯ জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে উদ্ধার হওয়া যাত্রীদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
তানজানিয়ার ওই বিমান সংস্থাটির নাম প্রিসিশন এয়ার। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির নাম পি-৪৯৪। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে ঝড় বৃষ্টির মধ্য পড়ে বিমানটি জরুরি অবতরণ করতে চেয়েছিল বুকাবু বিমানবন্দরে। কিন্তু তার আগেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে লেক ভিক্টোরিয়ায় ভেঙে পড়ে।