ইসলমাবাদ, ১২ মার্চ– মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করে পাকিস্তানে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি৷ নিজের মেয়ে আসিফা আলি ভুট্টো জারদাকিে ‘ফার্স্ট লেডি’র মর্যাদা দিতে চান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি৷ এমনটাই এখন পাকিস্তানের নানান সংবাদমাধ্যমের খবর৷ তাঁর স্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, ২০০৭ সালে নিহত হয়েছিলেন৷ ২০০৮ থেকে ২০১৩ জারদারি প্রথম দফায় প্রেসিডেন্ট পদে থাকার সময়ে পাকিস্তানের ফার্স্ট লেডির পদটিই শূন্যই ছিল৷ ৩১ বছর বয়সি আসিফা ভুট্টো জ়ারদারির ছোট মেয়ে৷ রবিবার জ়ারদারি প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার সময়ে ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে ছিলেন তিনি৷ দুর্নীতির দায়ে অভিযুক্ত জারদারির বিভিন্ন মামলার শুনানির সময়ে লাগাতার আদালতে থাকতেন আসিফা৷ তা ছাড়া, বাবাকে জেল থেকে মুক্ত করতেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন৷