কোভিড আতঙ্কে বিমানবন্দরে লুকিয়ে থাকার অপরাধে গ্রেফতার

প্রতীকী ছবি (File Photo: iStock)

কয়েক মাস ধরে বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় লুকিয়ে থাকার অপরাধে শিকাগাের ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হল ভারতীয় বংশােদ্ভূত মার্কিন নাগরিক আদিত্য সিং-কে। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। 

টানা ১৯ অক্টোবর থেকে আদিত্য সিং বিমানবন্দরে লুকিয়ে ছিলেন। তার বিরুদ্ধে সুরক্ষিত এলাকায় চোরাগােপ্তা পথে ঢাকা ও অপকর্মের চার্জ দেওয়া হয়েছে। 

ওই দিন তিনি লস অ্যাঞ্জেলস বিমান ধরবেন বলে বিমানবন্দরে এসেছিলেন। কিন্তু তিনি বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় টানা তিনমাস ধরে লুকিয়ে ছিলেন। 


ইউনাইটেড এয়ারলাইন্সের দু’জন কর্মী তাকে পরিচয় পত্র দেখাতে বললে তিনি একটি অপারেশন ম্যানেজারের ব্যাজ দেখিয়েছিলেন। ওই ব্যাজটি হারিয়ে গেছে বলে সংশ্লিষ্ট দফতরের ম্যানেজার অভিযােগ করেছিলেন। 

তিনি জানিয়েছেন, ‘কোভিডের কারণে তিনি বাড়ি ফিরতে ভয় পেয়েছিলেন। শেষ মুহুর্তে বিমানবন্দরে পৌঁছেও বিমান ধরেননি।’