ফের হত্যার চেষ্টা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে । শনিবার উত্তর ইজরায়েলের শহর সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য় করে বোমা ছোঁড়া হয়। পর পর ২টি বোমা তাঁর বাড়ির বাগানে এসে পড়ে। সংবাদ সংস্থা সূত্রে খবর, সেই সময় নেতানিয়াহু বা তাঁর পরিবার বাড়িতে ছিলেন না। কোনও রকম ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। যদিও এই ঘটনার পর ইজরায়েল সরকার কড়া প্রতিক্রিয়া জানায়। ঘটনাটি সমস্ত ‘রেড লাইন’ অতিক্রম করেছে বলে উল্লেখ করেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ । তিনি এক্স-এ পোস্ট করেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী, যিনি ইরান এবং তার সহযোগী দেশগুলির হুমকির সম্মুখীন, তারা তাকে হত্যার চেষ্টা করছে। তবে বাড়িতেও তিনি একই রকম হুমকির মুখে পড়বেন তা হতে পারে না।’ এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক করা হয়েছে সমস্ত দপ্তরকে।